Podcast growth hack : পডকাস্ট অন্যদের শোনাবেন কি করে ?
M4A•Головна епізоду
Manage episode 371261166 series 3411766
Вміст надано Srijan Kundu. Весь вміст подкастів, включаючи епізоди, графіку та описи подкастів, завантажується та надається безпосередньо компанією Srijan Kundu або його партнером по платформі подкастів. Якщо ви вважаєте, що хтось використовує ваш захищений авторським правом твір без вашого дозволу, ви можете виконати процедуру, описану тут https://uk.player.fm/legal.
কেমন আছেন? সবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গত দু সপ্তায় কোন এপিসোড করে উঠতে পারিনি, তবে ইউটিউবে আমার উপস্থিতি শূন্য ছিল না। আপনি ভাবছেন আমি তো শুধু স্পটিফাই বা অন্য প্লাটফর্মে আপনার সাথে কথা বলি, সেটাই ইউটিউবে যায়, ফলে আলাদা করে ইউটিউবে আর বেশি কি থাকবে !! আছে ! ইউটিউবে একটা নতুন ব্যাপার শুরু হয়েছে। যেটার নাম দেওয়া হয়েছে গল্প বলার গল্প। এখানে প্রত্যেক সপ্তায় যারা পডকাস্ট বানান তারা তাদের কথা বলছেন, কিভাবে পডকাস্ট বানান সেটা জানাচ্ছেন, নানা রকম টিপস দিচ্ছেন। অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন পারমিতাদি, পারমিতা নাগ দে। প্রথম এপিসোডে আমি বেসিক কিছু টিপস দিয়েছি, তার পরের পর্বে এসেছিলেন পার্থ, পার্থ অরণ্যদেব মুখোপাধ্যায়, লাস্ট উইকে এসেছেন - সায়ন, সায়ন আনন্দ সেনগুপ্ত । সায়নের বা সায়নদের পডকাস্টের নাম প্রতিক্রিয়াশীল, আমার অন্যতম প্রিয় পডকাস্ট। আচ্ছা, প্রতিক্রিয়াশীলের লেটেস্ট এপিসোডটা শুনলেন তো। ওটা না শুনলে কিন্তু বিশাল কিছু মিস করে গেছেন। যাই হোক, এই সপ্তায় কি নিয়ে পডকাস্ট বানাবো সেটা ঠিক ছিল না - আমাদের "গল্প বলার গল্প" এই লাইভ আড্ডায় সায়ন সাজেস্ট করল, পডকাস্ট কি ভাবে প্রচার করা যায় সেটা নিয়েই একটা এপিসোড করা যেতে পারে। আমি ও ভেবে দেখলাম আপনার সাথে সাথে সৃজনের পডাবলী আর যারা শোনেন, তারা অনেকেই পডকাস্ট বানান বা কেউ কেউ বানাবেন বলে ভাবছেন। এদের অনেকেই ভাবেন, কেউ শুনবে তো , বা কম লোক শুনছে পডকাস্ট - কি করে বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায়। তাদের সবার জন্য এই এপিসোড । নমস্কার, আমি সৃজন, আমার প্রায় গত এক বছরের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে কয়েকটা জিনিস করলে পডকাস্ট হয়ত আরো বেশি লোকের কাছে পৌঁছাবে। আমার এই পডকাস্ট সৃজনের পডাবলীর এই এপিসোডে, এক দুই তিন করে সেগুলোই বলব আপনাকে , আর এটা পডকাস্ট শুধু নয়, যে কোন কন্টেন্ট এর জন্যই কাজে লাগবে বলে আমার বিশ্বাস - কন্টেন্ট - এটা বোধহয় সব থেকে বেশি দরকারি। মেটিরিয়াল ভালো হতেই হবে , নইলে কিন্তু বেশি লোকে শুনবে না। যদি কোন তথ্য থাকে, সেটা দু চার জায়গায় ক্রস চেক করে নিন। তবে ইনফরমেশন ওভারলোড না করাই ভালো। সব থেকে বড় কথা, যিনি শুনছেন, তার জন্য যেন কিছু value add হয়, কিছু যেন জানতে পারেন বা শুনে যেন কিছু ভাবার বিষয় পান। না হলে তিনি আর পরের এপিসোড শোনার উৎসাহ পাবেন না। কন্সিস্টেন্সি - প্রত্যেক সপ্তায় , সম্ভব হলে নির্দিষ্ট একটা দিনে যদি এপিসোড গুলো করতে পারেন, স্পটিফাই, গুগল পডকাস্ট, ইউটিউব এরা কিন্তু আপনাকে বেশ পছন্দ করবে আর আপনার পডকাস্টের rank অন্যদের থেকে বেশি ভালো করবে। তাই চেষ্টা করবেন ছোট করে হলেও প্রত্যেক সপ্তায় যেন একটা এপিসোড আসে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন - সার্চ ইঞ্জিন, যেটা অধিকাংশ ক্ষেত্রেই গুগল, তাকে আপনাকে খুঁজে পেতে সাহায্য করুন। টাইটেল বড় রাখলে দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু ডেসক্রিপশন অধিকাংশ শ্রোতা পড়ে দেখেন না , স্পটিফাই ফর পডকাস্টারে চার হাজার শব্দের ডেসক্রিপশন লেখা যায়। এটা যতটা সম্ভব বড় করুন। পারলে চার হাজার শব্দের লিখুন। লিখতে আলস্য লাগলে পুরো স্ক্রিপ্টটা পেস্ট করে দিন। তাহলে দেখবেন আপনার পডকাস্ট সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে। লজ্জা কম করুন - বন্ধুদের বা আত্মীয় স্বজনদের সাথে এপিসোড শেয়ার করুন , অন্তত প্রথম দশটা এপিসোড, তার পরে দেখবেন দশ বারোজন শ্রোতা তৈরি হয়ে গেছে’, সেটা ধীরে ধীরে বাড়বে, কিন্তু প্রথম কয়েকটা এপিসোড বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেই হবে। সেখান থেকে ভালো মন্দ কিছু ফিডব্যাক ও পাবেন , সেটাও কাজে লাগবে। আর বন্ধুরা ইন জেনারেল ভালোই বলবে, একটা মোটিভেশন ও পাবেন। গেস্ট পডকাস্ট - সব পডকাস্ট নিজে না করে, কিছু পডকাস্টে গেস্টের সাথে কথা বলুন। এতে দুটো সুবিধা হবে - কন্টেন্টটা নিয়ে বেশি খাটতে হবে না আর যিনি গেস্ট তাঁর নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, সেখানে আপনার পডকাস্ট পৌঁছে যাবে। সোশ্যাল মিডিয়া - যিনি আপনার পডকাস্ট শুনবেন, তিনি মোস্ট লাইকলি , সোশ্যাল মিডিয়াতে আছে। ট্যুইটার বা ইনস্টাগ্রামের থেকে ফেসবুক আর ইউটিউবে লোকজনকে সহজে পেয়ে যাবেন। এপিসোডের ছোট ক্লিপ বা পারলে কখনো কখনো পুরো এপিসোড ফেসবুকে ভিডিও করে দিন। দেখবেন পাবলিকের মধ্যে একটা কৌতূহল তৈরী হচ্ছে। হোয়াটস্যাপ এ শেয়ার করলেও দেখবেন অনেকে শুনছে। কভার আর্ট - এপিসোডের বা পডকাস্টের কভার আর্ট একদম সাদামাটা হলে সেটা দেখে শুনতে যতটা ইচ্ছে হবে, একটু দেখতে সুন্দর হলে, লোকের আগ্রহ আরো বাড়বে। আমি এপিসোড কভার ক্যানভা দিয়ে বানাই। তবে প্লে স্টোরে অনেক app আছে। যেটা পছন্দ সেটা দিয়েই বানাতে পারেন। কিন্তু একটু দেখতে সুন্দর কিছু বানাবেন।
…
continue reading
79 епізодів